এলএনজি সরবরাহে কাজ পেল যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান

এলএনজি সরবরাহে কাজ পেল যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান
মাস্টার সেলস অ্যান্ড পারচেজ এগ্রিমেন্ট করা দেশগুলোর মধ্য থেকে কোটেশন সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে স্পট মার্কেট থেকে এলএনজি কার্গো কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক্ষেত্রে সরবরাহকারি প্রতিষ্ঠান হিসেবে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান এক্সেলরেট এনার্জিকে নিয়োগ দেওয়া হয়েছে। অনুমোদন পাওয়া এ প্রকল্পে সরকারের ব্যয় হবে ৬০৯ কোটি ২৭ লাখ টাকা।

বুধবার সচিবালয়ে মন্ত্রী পরিষদ সভাকক্ষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয়) মাহমুদুল হোসাইন খান এক ব্রিফিংয়ে সভায় অনুমোদিত প্রস্তাবগুলো সম্পর্কে সাংবাদিকদের জানান।

মাহমুদুল হোসাইন খান বলেন, ৬০৯.২৭ কোটি টাকায় স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান এক্সেলরেট এনার্জি এ এলএনজি সরবরাহ করবে। এক্ষেত্রে প্রতি ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম ধরা হয়েছে ১৩ দশমিক ৫৬ ডলার। এর আগে সর্বশেষ প্রতি এমএমবিটিইউ এলএনজি কেনা হয়েছিল ১২ দশমিক ৯৭ ডলারে। এই কার্গোসহ চলতি ২০২৪ সালে ২১ কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

জ্বালানি বিভাগের আরেক প্রস্তাবে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (২০২১ সনের সর্বশেষ সংশোধনসহ)' অনুসরণে 'সিলেট-১১ (উন্নয়ন কূপ) ও রশিদপুর-১৩নং কূপ (অনুসন্ধান কূপ) খনন' শীর্ষক প্রকল্পের কূপ খনন কার্যক্রম বাস্তবায়নের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) ও সিনোপেক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস কর্পোরেশন, চীন-এর মধ্যে চুক্তি সম্পাদনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে বলে জানান মাহমুদুল হোসাইন খান।

এই খনন কার্যক্রমে ৪৪৪ কোটি ৮৫ লাখ টাকা ব্যয় হবে বলে জানান তিনি।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা