সূচি অনুসারে, বাংলাদেশ আগস্টে পাকিস্তান সফরে যাবে। এ সফরে দ্য গ্রিন ম্যানদের বিপক্ষে কেবল দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টটি রাওয়ালপিন্ডিতে হবে। যা আগামী ২৫ আগস্ট শুরু হবে। আর দ্বিতীয় ও শেষ টেস্টটি ৩০ আগস্ট করাচিতে গড়াবে।
এদিকে ঐতিহ্যগতভাবে আগস্ট মাসে সিরিজ খেলে না পাকিস্তান। নিজেদের ইতিহাসে এই মাসে কেবল দুটি টেস্ট ম্যাচ খেলেছে তারা। ২০০৩ সালে সেটিও বাংলাদেশের বিপক্ষেই। এ সময়ে না খেলার কারণ হলো, আগস্টে দেশটির আবহাওয়া অত্যন্ত উষ্ণ থাকে। যা খেলার জন্য আদর্শ হিসেবে বিবেচিত হয় না।
অন্যদিকে বাংলাদেশের পর চলতি বছরই ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে পাকিস্তান।
এমআই