8194460 স্মার্টফোন কিনতে ঋণ পাচ্ছে বিএসএমআর এসটিইউর দেড় হাজার শিক্ষার্থী - OrthosSongbad Archive

স্মার্টফোন কিনতে ঋণ পাচ্ছে বিএসএমআর এসটিইউর দেড় হাজার শিক্ষার্থী

স্মার্টফোন কিনতে ঋণ পাচ্ছে বিএসএমআর এসটিইউর দেড় হাজার শিক্ষার্থী
করোনাকালীন শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে স্মার্টফোন কিনতে ঋণ সুবিধা দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বশেমুরবিপ্রবি শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা ড. মো. শরাফত আলী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনে ক্লাস পরিচালনার জন্য সম্প্রতি ইউজিসির নির্দেশনা অনুসারে যেসব শিক্ষার্থীর স্মার্টফোন নেই তারাই শুধু এ ঋণ সুবিধা পাবেন।

শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা বলেন, ইউজিসিকে আমরা শিক্ষাঋণ প্রদানের জন্য এক হাজার ৫০৮ জন শিক্ষার্থীর তালিকা দিয়েছিলাম। এর পরিপ্রেক্ষিতে ইউজিসির পক্ষ থেকে সফটলোন প্রদানের জন্য একটি নীতিমালা প্রদান করা হয়েছে।স্মার্টফোন ক্রয়ের ভাউচারটি সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ১০ ফেব্রুয়ারি ২০২১ এর মধ্যে সফটলোন অনুমোদন কমিটির সদস্য-সচিবের কাছে জমা দিতে হবে।

এ ঋণ কার্যক্রম বাস্তবায়নে রোববার একটি কমিটি গঠন করা হবে। কমিটির সুপারিশের আলোকে ৮ হাজার টাকা সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ব্যাংক হিসাবের মাধ্যমে আগামী ৩১ জানুয়ারি, ২০২১ এর মধ্যে প্রদান করা হবে। শিক্ষার্থীদের প্রদানকৃত এ ঋণ সম্পূর্ণ সুদমুক্ত।

শিক্ষার্থীকে ঋণের অর্থ সংশ্লিষ্ট  বিশ্ববিদ্যালয় খোলার পর অথবা অধ্যয়নকালীন ৪টি সমান কিস্তিতে বা এককালীন পরিশোধ করতে হবে। ঋণের সম্পূর্ণ অর্থ ফেরত না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষার্থীর নামে কোনো ট্রান্সক্রিপ্ট ও সাময়িক বা মূল সনদ ইস্যু করা হবে না বলে ইউজিসির নীতিমালায় উল্লেখ করা হয়।

অর্থসংবাদ/এ এইচ আর

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি