আজ শুক্রবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কোটা আন্দোলন অব্যাহত থাকার পেছনে রাজনৈতিক গন্ধ পাচ্ছেন জানিয়ে মন্ত্রী বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে সেই প্রেতাত্মা যে আজ কিছুটা হলেও এই ষড়যন্ত্রে লিপ্ত সেটা তো আমি অস্বীকার করতে পারব না। সেটা আপনারাও বুঝতেছেন, আমরাও বুঝছি।
তবে শিক্ষার্থীরা সব বুঝে ঘরে ফিরে যাবে এমন আশার কথা জানিয়ে আনিসুল হক বলেন, আমার বিশ্বাস, নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীরা কোটার বিষয়ে তাদের বক্তব্য পেশ করেছে এবং সর্বোচ্চ আদালতের আদেশ মেনে তারা অবশ্যই ঘরে ফিরে যাবে। জনগণের অসুবিধা হোক, কষ্ট ভোগ করুক এমন কর্মসূচি পরিহার করে তারা ব্যবস্থা নেবে।
এমআই