হিলি স্থলবন্দরের আমদানিকারক সেলিম হোসেন জানান, অতিবৃষ্টি আর বন্যার কারণে দেশে কাঁচা মরিচের উৎপাদন নেই বললেই চলে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা হিলিতে ভিড় জমাচ্ছেন। চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় অনেক পাইকার ফেরত যায়। তাই তারা আমদানির পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। তবে বাংলাদেশের মতো ভারতের বিভিন্ন প্রদেশে বন্যা দেখা দেওয়ায় সেখানেও কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হয়ে সংকট দেখা দিয়েছে। ফলে ভারতের রপ্তানিকারকরাও কাঁচা মরিচের রপ্তানি মূল্য বাড়িয়ে দিয়েছেন।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আগে প্রতিদিন ১০-১২ ভারতীয় ট্রাক কাঁচা মরিচ আমদানি হলেও রোববার ২২ ট্রাক আমদানি হয়েছে। এতে ২১৬ মেট্রিকটন কাঁচা মরিচ ছিল। যা থেকে সরকার অন্তত ৭৫ লাখ টাকা রাজস্ব পেয়েছে।
এদিকে হিলি স্থলবন্দর এলাকার কাঁচা বাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে প্রতিকেজি কাঁচা মরিচ মান ভেদে বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকায়।
এমআই