সোমবার রাত সোয়া ৮টায় ভিডিওবার্তায় নীরব জানান, তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের অর্থনীতি বিভাগে অধ্যয়নরত একজন শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, ‘আমার নামে যে গুজবটা ছড়িয়েছে, আমি নাকি মারা গিয়েছি অথবা ঢাবির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। দুটোর একটাও সত্যি না। কারণ, আমি মারা যাইনি। তার প্রমাণ আপনারা ভিডিওতে দেখছেন।’
তবে গুরুতর আহত হয়েছেন জানিয়ে নীরব বলেন, ‘আমার অবস্থা এখনও খারাপ। বাম পা এবং বাম হাত মচকে শরীরের বামপাশ পুরো অবশ হয়ে রয়েছে। তবে মেডিকেল রিপোর্ট নরমাল এসেছে। এখন ওষুধের ওপর নির্ভর, যে কতদিন লাগে ঠিক হতে।’
এরপরও কোটা সংস্কার আন্দোলনে আজ (মঙ্গলবার) থেকে রাজপথে থাকার কথা জানিয়েছেন ইব্রাহীম নীরব।
এমআই