জাতীয় প্রেসক্লাবের সামনে ২ বাসে আগুন

জাতীয় প্রেসক্লাবের সামনে ২ বাসে আগুন
রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৮টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পথচারীরা জানান, হাইকোর্ট থেকে পল্টনের দিকে যাওয়ার পথে সচিবালয় এলাকায় মেট্রোরেল স্টেশনের সামনে বাস দুটিতে আগুন দেওয়া হয়। এ সময় বাসের ভেতরে কাউকে দেখা যায়নি। আগুন লাগার কিছুক্ষণ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।

জানা যায়, আগুন লাগা বাসের নাম ট্রান্স সিলভা। রাজধানীর মিরপুর থেকে যাত্রাবাড়ী রুটে এ বাস চলাচল করতো।

এ বিষয়ে বাসের স্টাফ বলেন, মধ্যবয়সী কয়েকজন লোক মোটর সাইকেলে এসে বাসে আগুন দেন। এ সময় যাত্রীরা কোন মতে প্রাণ নিয়ে বের হন। তবে সবাই স্বাভাবিকভাবে বের হতে পারেননি।

তিনি জানান, গাড়িতে আগুন দেওয়া লোকেরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে রাজধানীর সেগুন বাগিচার পথে চলে যান।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

আজ বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকা দ্বিতীয়
ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি, বায়ুদূষণের শীর্ষে কামপালা
ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের শীর্ষে দুবাই
রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ
সোমবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট
ঢাকার বাতাসের মানে উন্নতি
আজ যেসব সড়ক এড়িয়ে চলতে বললো ডিএমপি
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাকায় যান চলাচলে ডিএমপির নির্দেশনা