ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, রোববার (২৮ জুলাই) টেকনো ড্রাগসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে। আর ৯ দশমিক ৭২ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওয়ান ব্যাংক পিএলসি।
রোববার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স, এনআরবি ব্যাংক, অগ্নি সিস্টেমস, লিন্ডে বিডি, এসকে ট্রিমস, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।
অর্থসংবাদ/এমআই