পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ৭ কোটি ডলার দেবে আইসিসি

পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ৭ কোটি ডলার দেবে আইসিসি
আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ৭ কোটি ডলার অনুমোদন দিচ্ছে আইসিসি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮২২ কোটি ৩ লাখ ৩৮ হাজার টাকা প্রায়।

গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আইসিসির অর্থ ও বাণিজ্যিক কমিটির সভায় এই অর্থ অনুমোদন দেওয়া হয়। সভা পরিচালনা করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জয় শাহ।

সূত্র জানিয়েছে, আগামী ফেব্রুয়ারি-মার্চের এই আসরের জন্য আনুমানিক বাজেট দেওয়া হয়েছে ৭ কোটি ডলার। সঙ্গে অতিরিক্ত খরচ হিসেবে ৪৫ লাখ ডলার রিজার্ভ রাখা হয়েছে।

অতিরিক্ত বাজেট রাখার কারণও জানিয়েছে সূত্র। এক্ষেত্রে বলা হয়েছে, ভারত এখনো পাকিস্তানে খেলতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। যদি নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত দল পাকিস্তানে খেলতে না যায়, তাহলে অন্য কোনো দেশে ভারতের ম্যাচগুলো পরিচালনা করা হবে। তখন যে অর্থ খরচ হবে সেটি অতিরিক্ত বাজেট থেকে দেওয়া হবে।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের