বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে আইসিবি ছাড়াও বাংলাদেশ ব্যাংক এবং শেয়ারবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ৪ শতাংশ সুদে দীর্ঘমেয়াদি ৫ হাজার কোটি টাকার ঋণ চায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। সরকার গ্যারান্টার হলে ঋণ দিতে রাজি আছে বাংলাদেশ ব্যাংক। বিষয়টি পর্যালোচনার জন্যই বৈঠক ডাকা হয়।
বৈঠক শেষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিলে ১৮ মাসে তা পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে। সার্বিকভাবে আইসিবির নির্ধারিত সময়ে এ ঋণ পরিশোধের সক্ষমতা রয়েছে কিনা, এসব বিষয় পর্যালোচনার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এমআই