এটি আর্থিক তহবিল সংগ্রহের কনসার্ট। যার শিরোনাম দেওয়া হয়েছে ‘শহীদ স্মরণে’। একটি পোস্টার শেয়ার দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ভেন্টএক্সআউট।
দেবাশীষ চক্রবর্তীর আঁকা পোস্টারটি শেয়ার করে ছবিতে লেখা হয়েছে, ‘কনসার্টের সব আয় সরাসরি বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সময় মারা যাওয়া শিক্ষার্থীদের পরিবারকে দেওয়া হবে। এ আয়োজন বা আয়োজকদের মধ্যে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। বাই দ্য স্টুডেন্টস, ফর দ্য স্টুডেন্টস।’
কনসার্টটি আগামী ১৮ আগস্ট দুপুর ১টায় জর্জিয়ার লিলবার্ন শহরের মিউজিক অন মেইন স্ট্রিটে অনুষ্ঠিত হবে বলেও নিশ্চিত করা হয়। পরবর্তীতে এই পোস্টার দেশের বেশকিছু ব্যান্ডের পেজ থেকেও শেয়ার করা হয়।
এমআই