রাজধানীর বেশকিছু এলাকায় ব্যাংকের বুথ বন্ধ, বিপাকে সাধারণ মানুষ

রাজধানীর বেশকিছু এলাকায় ব্যাংকের বুথ বন্ধ, বিপাকে সাধারণ মানুষ

বিক্ষোভকারীদের চাপের মুখে রাজধানীর বেশকিছু ব্যাংকের কার্যক্রম বন্ধ ছিল। এমনকি বন্ধ থাকতে দেখা গেছে এটিএম বুথও।


রবিবার (৪ আগস্ট) সরেজমিনে এসব এলাকা ঘুরে দেখা যায়, রামপুরা, বাড্ডা, খিলগাঁও, বাসাবো ও শাহজাহানপুরে বেশির ভাগ ব্যাংকের কার্যক্রম বন্ধ। আর্থিক এসব প্রতিষ্ঠানগুলোর প্রধান গেট লাগানো। ফলে সেখানে প্রবেশ করতে পারেননি সাধারণ গ্রাহকরা।


একটি ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, সকালে ব্যাংক খুললেও আন্দোলন ও বিক্ষোভের মধ্যে নিরাপত্তার কথা মাথায় রেখে ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখা হয়।


বুথগুলোর নিরাপত্তাকর্মী জানান, যেকোনো সময় সংঘাত বেধে গেলে অবস্থা বেগতিক হবে। এ জন্য বুথের শাটার নামিয়ে রাখার নির্দেশনা দেওয়া আছে।


এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, অসহযোগ আন্দোলন চলছে। সব অফিস আদালত স্বাভাবিক চললে আন্দোলনের মূল প্রভাব নষ্ট হয়ে যাবে। তবে ব্যাংক বন্ধ না, লেনদেন সীমিত করার কথা বলা হয়েছে। নিজেদের নিরাপত্তার কথা ভেবেই হয়তো তারা বন্ধ রেখেছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
আজ বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকা দ্বিতীয়
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি, বায়ুদূষণের শীর্ষে কামপালা
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক