কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

কিছুক্ষণের মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।


সোমবার (৫ আগস্ট) রাতে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।


সোমবার রাতে বঙ্গভবনে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর অন্তর্বর্তী সরকার নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন।


বৈঠক শেষে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের চেয়ারম্যান মাওলানা ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজই কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন মহামান্য রাষ্ট্রপতি। অন্তবর্তী সরকারের রূপরেখা ঘোষণা করবেন রাষ্ট্রপতি।


ফজলুল করিম বলেন, এ বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছাত্র নেতৃবৃন্দ ছিলেন। সেখানে খোলামেলা আলোচনা হয়েছে। আমরা কী করতে চাই, যৌথ সরকার কীভাবে করা যায়, সব নিয়ে আলোচনা হয়েছে।


তিনি আরও বলেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই, আপনারা শান্ত হোন। আপনার রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্ট করবেন না। থানায় আঘাত করবেন না।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা