চীনা আমদানিকারকরা চলতি বছরের অক্টোবরে আন্তর্জাতিক বাজার থেকে সব মিলিয়ে ৮৬ লাখ ৯০ হাজার টন সয়াবিন আমদানি করেছেন। মাত্র ০০ এক বছরের ব্যবধানে দেশটিতে কৃষিপণ্যটির আমদানি বৃদ্ধি পায় ৪১ শতাংশ। ২০১৯ সালে অক্টোবরে চীনা আমদানিকারকরা আন্তর্জাতিক বাজার থেকে সব মিলিয়ে ৬১ লাখ ৮০ হাজার টন সয়াবিন আমদানি করেছিলেন।
ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর চীনা আমদানিকারকরা আন্তর্জাতিক বাজার থেকে সব মিলিয়ে ৯ কোটি ৬০ লাখ টন সয়াবিন আমদানি করতে পারেন। এক বছরের ব্যবধানে দেশটিতে কৃষিপণ্যটির আমদানি বাড়তে পারে ২ দশমিক ১৩ শতাংশ। চীনের ইতিহাসে এটাই হবে সবচেয়ে বেশি সয়াবিন আমদানির রেকর্ড।
অর্থসংবাদ/এসএ/১৫:৩১/১১:১৭:২০২০