সূত্র মতে, মঙ্গলবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ব্রাক ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
গ্রামীণফোণ ৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ৪ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক, আমান ফিড, আনোয়ার গ্যালভানাইজিং, বিডি ল্যাম্পস, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, কনফিডেন্স সিমেন্ট, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ডিবিএইচ, দেশবন্ধু পলিমার, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, গ্রামীণফোন, জনতা ইন্স্যুরেন্স, খুলনা পাওয়ার কোম্পানি, মুন্নু সিরামিক, ন্যাশনাল ফিড, নিটল ইন্স্যুরেন্স, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, ওরিয়ন ফার্মা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, সিমটেক্স, এসওক ট্রিমস, সোনালী পেপার, স্কয়ার ফার্মা ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
অর্থসংবাদ/ এমএস/ ১৫:৩৮/ ১১:১৭:২০২০