মঙ্গলবার (১৭ নভেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর অর্থাৎ প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ১০ পয়সা।
কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৬০ পয়সা।
আলোচ্য সময়ে ফু-ওয়াং সিরামিকের শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৪৭ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ২৩ পয়সা।
অর্থসংবাদ/ এমএস/ ৯:৪৫/ ১১: ১৮: ২০২০