গবেষণায় দেখা যায়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) গত বছরের একই সময়ের তুলনায় ৪৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে রিয়েলমি। এছাড়া জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) তুলনায় ব্র্যান্ডটির প্রবৃদ্ধি ১৩২ শতাংশে পৌঁছেছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে রিয়েলমি বিশ্বজুড়ে মোট ৫ কোটি ইউনিট স্মার্টফোন সরবরাহের মাইলফলক অতিক্রম করেছে।
প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ব্র্যান্ডটি শুধু ভারতের বাজারে ৩০০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। দেশটির স্মার্টফোন বাজারের ১৫ শতাংশ দখলে নিয়ে রিয়েলমি এখন প্রতিষ্ঠিত ব্র্যান্ড ভিভোর কাছাকাছি পৌঁছে গেছে। রিয়েলমি বৈশ্বিক বাজারে ৫ কোটি ইউনিট স্মার্টফোন সরবরাহ করে বিশ্বের দ্রুতবর্ধনশীল ব্র্যান্ডে পরিণত হয়েছে।
অর্থসংবাদ/এসএ/২৩:৪৪/১১:১৮:২০২০