গতকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ডে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভকারীরা সেনাবাহিনীর পাঁচ সদস্যকে আহত করে দুটি অস্ত্র ছিনিয়ে নেয়। এ সময় সেনাবাহিনীর দুটি গাড়ি ভাঙচুর ও একটি গাড়ি পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। গতকাল সন্ধ্যায় একটি অস্ত্র উদ্ধার করা হয়, আজ আরেকটি অস্ত্র উদ্ধার হলো।
এ ঘটনায় আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয় নেতা–কর্মীদের শান্তিপূর্ণ আন্দোলন করা পরামর্শ দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলি খান ও সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম।
এমআই