রোববার (১১ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংককে পাঠানো এক নির্দেশনায় এসব কথা বলা হয়।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিস স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, গভর্নর এতদিন যেসব দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করেছেন ডেপুটি গভর্নররা তার অনুপস্থিতে এসব দায়িত্ব পালন করবেন।
এদের মধ্যে বর্তমান ডেপুটি গভর্নর নূরুন নাহার গভর্নরের দৈনিক ডাক বিভাগের দায়িত্ব পালন করবেন এবং প্রতিদিনকার চিঠিপত্র তার মাধ্যমেই অন্যান্য বিভাগে পাঠানো হবে বলে নির্দেশনায় বলা হয়।
এদিকে বেশ কিছু সংবাদমাধ্যমে গভর্নরের দায়িত্ব পাচ্ছেন ডেপুটি গভর্নর এমন সংবাদ প্রকাশ হলেও তা ভিত্তিহীন অ্যাখ্যা দিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, কাউকে আলাদা করে গভর্নরের দায়িত্ব দেয়া হয়নি। নূরুন নাহার আপাতত গভর্নরের চিঠিপত্রের বিষয়টি দেখভাল করবেন।
এর আগে শুক্রবার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার দুপুরে পদত্যাগ করেন। সেদিনই তার এক পৃষ্ঠার পদত্যাগপত্র আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের কাছে পাঠান তিনি।
এমআই