তিনি বলেন, সাকিবের নিরাপত্তার বিষয়ে বিসিবিও সজাগ। সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে আমরা তার নিরাপত্তার বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গেও কথা বলেছি। বিসিবির তরফ থেকে সাকিবকে একজন দেহরক্ষী দেয়া হয়েছে।
সম্প্রতি কলকাতায় এক পূজা মণ্ডপ উদ্বোধনের ঘটনাকে কেন্দ্র করে বিতর্কে জড়ান সাকিব আল হাসান। এক যুবক ফেসবুক লাইভে এসে ছুরি হাতে সাকিবকে হত্যার হুমকি দেয়। পরে ওই যুবককে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
অর্থসংবাদ/এসএ/১৮:৩২/১১.১৮.২০২০