বিএসইসির নতুন চেয়ারম্যান মাসরুরের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বিনিয়োগকারীদের

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসরুরের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বিনিয়োগকারীদের

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নিয়োগ পাওয়া নতুন চেয়ারম্যান মাসরুর রিয়াজের বিরুদ্ধে এক শ্রেণির অসাধু চক্র ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছে পুঁজিবাজার ক্ষুদ্র বিনিয়োগকারী ঐক্য ফোরাম।


বৃহস্পতিবার (১৪ আগস্ট) মতিঝিল ঢাকা স্টক এক্সচেঞ্জের ভবণের সামনে মানববন্ধনে এ অভিযোগ করেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা।


এসময় পুঁজিবাজার ক্ষুদ্র বিনিয়োগকারী ঐক্য ফোরামের সভাপতি মানিক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। এ সরকার পুঁজিবাজারের উন্নয়ন করবে। গত ১৩ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার বিএসইসির নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন। নতুন চেয়ারম্যান ড. এম. মাসরুরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন এক শ্রেণির অসাধু চক্র। আমরা এর সঠিক তদন্ত চাই এবং নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণ হলে এসব অসাধু চক্রকে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক।


তিনি বলেন, আমরা আজ এখানে যারা উপস্থিত হয়েছি তারা সবাই ক্ষতিগ্রস্থ। এর একমাত্র কারণ আমাদের দেশ অনিয়ম-দুর্নীতি ও লুটপাটকারীদের হাতে চলে গিয়েছিলো। আমরা যারা পুঁজিবাজার নিয়ে আন্দোলন করেছিলাম তারা নিরাপত্তাহীন ছিলাম। এখন সবাই ঐক্যবদ্ধ হয়েছি, আমরা বিশ্বাস করি যারা নতুন সরকারের দায়িত্ব নিয়েছে তারা সবাই যোগ্য। তারা সামনে সুন্দর ও বিশ্বমানের পুঁজিবাজার উপহার দেবেন সেই বিশ্বাস রাখি।


মানববন্ধনে উপস্থিত বিনিয়োগকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। তারা গত ১৫ বছর পুঁজিবাজার লুটপাটকারী আখ্যা দিয়ে সালমান এফ রহমানসহ পুঁজিবাজার লুটপাটের সঙ্গে জড়িত সকলের বিচারের আওতায় আনার দাবি জানান।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন