শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কানাডার অটোয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর অপর্ণা রাণী পাল এবং মোবাশ্বিরা ফারজানা মিথিলার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
অন্যদিকে, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের দ্বিতীয় সচিব পদে আসিব উদ্দিন আহমেদেরও চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে বাংলাদেশ টাস্কফোর্সের নির্বাহী কমিটির প্রধান পরামর্শক মো. মোস্তাফিজুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদও বাতিল করা হয়েছে।