আজ (১৯ নভেম্বর) এই খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
অ্যাপলের এধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩টি অঙ্গরাজ্য থেকে অভিযােগ তোলা হয়। অভিযোগে বলা হয়েছিল, অ্যাপলের এই কাণ্ডে ২০১৬ সালে এসই, আইফোন সিক্স, আইফোন সেভেন মডেলের গতি কমে যাওয়ায় এর ব্যবহারকারী ক্ষতির মুখে পড়ে।
প্রথম দিকে অ্যাপল এই অভিযোগ আমলে না নিলেও, পরে জানিয়েছিল এটা করা হয়েছিল কারণ ফোনের ব্যাটারির মেয়াদ যেন বেশি থাকে।
অর্থসংবাদ/এসএ/১৪:০৩/১১.১৯.২০২০