মাইডাস ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান আব্দুল করিম

মাইডাস ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান আব্দুল করিম

পুঁজিবাজারে তালিকাভুক্ত মাইডাস ফাইন্যান্সিং পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে আব্দুল করিম। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সম্প্রতি ৩৬৮তম পর্ষদ সভায় আব্দুল করিমকে পরবর্তী দুই বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ (সম্মান) এবং এমএ ডিগ্রি সম্পন্ন করেছেন। এছাড়া অ্যাডভান্সড অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, জনপ্রশাসন এবং ক্ষুদ্র উদ্যোগ ও উন্নয়নে দেশ-বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।


অবসরপ্রাপ্ত সচিব আব্দুল করিম যোগাযোগ, প্রতিরক্ষা এবং অর্থ মন্ত্রণালয়ে কাজ করেছেন। তিনি বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের পরিচালক, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ শিল্প ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।


টানা ৩১ বছরেরও বেশি সময় সরকারের বিভিন্ন বিভাগে কর্মরত থাকার পর আব্দুল করিম ১৯৯২ সালের ডিসেম্বরে মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসে (মাইডাস) যোগদান করেন। ২০১১ সালের ১১ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি ১৯৯৫ সালের মে থেকে ২০০৪ সালের এপ্রিল পর্যন্ত মাইডাস ফাইন্যান্সিং পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও পালন করেছেন।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন