নৌকা তল্লাশি করে মিলল ৫ কেজি স্বর্ণালংকার, আটক ২

নৌকা তল্লাশি করে মিলল ৫ কেজি স্বর্ণালংকার, আটক ২

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপের ঘোলারচর সংলগ্ন নাফনদীর মোহনায় এক নৌকা তল্লাশি করে ৫ কেজি ৪৯২ গ্রাম স্বর্ণালংকার, নগদ ৫ লাখ টাকা ও এক কোটি ৭৭ লাখ মিয়ানমারের মুদ্রা কিয়াট উদ্ধার করা হয়েছে। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়।


বুধবার ( ২১ আগস্ট) ভোরে কোস্টগার্ড শাহপরীরদ্বীপের সদস্যদের চালানো অভিযানে এসব স্বর্ণ ও মুদ্রাসহ পাচারকারীদের আটক করা হয়।


এদিন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় বাংলাদেশের জলসীমায় একটি কাঠের নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে থামার নির্দেশ দেওয়া হয়। কিন্তু না থেমে নৌকাটি পালানোর চেষ্টা করলে স্পিডবোট নিয়ে ধাওয়া করে নৌকাটি ধরে তল্লাশি চালানো হয়। সেখানে ৫ কেজি ৪৯২.৫ গ্রাম স্বর্ণের অলংকার, নগদ ৫ লাখ টাকা ও এক কোটি ৭৭ লাখ কিয়াট (মিয়ানমারের মুদ্রা) পাওয়া যায় এবং পাচারকাজে জড়িত থাকার অভিযোগে সময় দুই পাচারকারীকে আটক করা হয়।


এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় কোস্টগার্ড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা