বিদেশ ভ্রমণে ব্যাংকের এমডি-সিইওদের লাগবে না অগ্রিম অনুমোদন

বিদেশ ভ্রমণে ব্যাংকের এমডি-সিইওদের লাগবে না অগ্রিম অনুমোদন
রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি উভয় ধরনের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) বিদেশ ভ্রমণের জন্য আর আগে থেকে অনুমোদনের প্রয়োজন হবে না বলে ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২২ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।

সেখানে বলা হয়েছে, ব্যাংকের এমডি ও সিইওদেরকে এখন থেকে বিদেশ যাওয়ার ১০ কর্মদিবস আগে তাদের অনুপস্থিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবী, দাপ্তরিক ফোন-মোবাইল ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (ডিভিশন-২)-কে লিখিতভাবে অবহিত করতে হবে।

তবে এমডি এবং সিইওদের বিদেশ ভ্রমণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের আলাদা অনুমোদনের আর প্রয়োজন নেই বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, একজন ব্যাংক এমডির দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমোদন নেওয়া বা না নেওয়ার আলাদা করে কোনো গুরুত্ব নেই। তিনি সময়মতো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিবরণ পাঠালেই তা আমাদের জন্য যথেষ্ট।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি