শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বাড্ডাসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে সবচেয়ে বেশি দাম কমেছে শিমের। গত সপ্তাহে ১২০ টাকা কেজি বিক্রি হওয়া শিমের কেজি ৫০-৬০ টাকায় নেমে এসেছে।
শীতের সবজির দাম কমলেও আগের মতো চড়া দামে বিক্রি হচ্ছে গাজর ও পাকা টমেটো। বাজার ও মান ভেদে গাজরের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ১০০ টাকায়। গত কয়েক মাসের মতো পাকা টমেটোর কেজি ১২০ থেকে ১৪০ টাকা বিক্রি হচ্ছে। তবে বাজারে নতুন আসা কাঁচা টমেটো ৪০ থেকে ৬০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।
বরবটি গত সপ্তাহে কেজি ৮০ থেকে ১০০ টাকা হয়েছিল। এ সপ্তাহে ৬০ থেকে ৮০ টাকা মধ্যে কেজি বিক্রি হচ্ছে। ৮০ থেকে ১১০ টাকা কেজি বিক্রি হওয়া বেগুনের দাম কমে ৪০ থেকে ৬০ টাকার মধ্যে চলে এসেছে।
গত সপ্তাহে ছোট একটি ফুলকপি বিক্রি হয় ৪০ থেকে ৫০ টাকায়। এখন তার চেয়ে বড় ফুলকপি ৪০ থেকে ৫০ টাকার মধ্যে পাওয়া যায়। আর ছোট ফুলকপি ২০ টাকা দিয়ে পাওয়া যাচ্ছে।
রাজধানীর মধ্যো বাড্ডা বাজারের সবজি বিক্রেতা রাসেলের সাথে কথা হয়। রাসেল অর্থসংবাদকে বলেন, আজকের বাজারে পটল ৬০ টাকা, টমেটো ৪০-৬০ টাকা লাউ ৪০ টাকা, করোলা ৮০ টালা, সিম ৬০ টাকা, ঢ়েড়শ ৮০ টাকা, এসব পণ্যে কেজি প্রতি ৫-২০ টাকা কমেছে।
বাড্ডা আদর্শ নগর বাজারের পাইকারি বিক্রেতা আবু রায়হানের সাথে কথা বলে জানা যায়, আলুর দাম কমেনি, আগের মতোই রয়েছে আলু কেজি প্রতি ৪৫ বিক্রি হচ্ছে টাকায়। দেশি পিঁয়াজ প্রতি কেজি ৬০ টাকা, চায়না রসুন ৮০ টাকা, দেশিটা ১০০ টাকা।
অর্থসংবাদ/ এসএ