শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২৯১ জন ছাত্রনেতার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারের দাবি জানিয়েছন ।
এতে বলা হয়, সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নারী কেলেঙ্কারিতে জড়িত হন।যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মাদক ব্যবসা ও ক্যাম্পাসে ছাত্রীদের উত্যক্ত করারও অভিযোগ আছে।
বিবৃতিদাতারাদের অভিযোগ, চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল শুধু বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে কলঙ্কিত করেননি, উপমহাদেশের ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন ছাত্রলীগকেও কলঙ্কিত করেছেন।
এ বিবৃতিদাতাদের মধ্যে অন্যতম হলেন
মোহাম্মদ ইলিয়াস, আমির সোহেল, এস এম জাহেদ আওয়াল, প্রদীপ চক্রবর্তী দূর্জয়, মাহফুজুর রহমান, ইমাম উদ্দিন ফয়সাল পারভেজ, মোহাম্মদ পারভেজ, মান্না দে, এইচ এম জি ইশতিয়াক, আবু বক্কর তোহা, মইনুল ইসলাম রাসেল, মুজিবুর রহমান, আব্দুল্লাহ রায়হান, মিজানুর রহমান, সাদেক হোসেন টিপু, নিয়াজ আবেদীন পাঠান, মোহাম্মদ সাইমুন, জীম সহ ছাত্রলীগের মোট ২৯১ জন ছাত্রনেতা
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় সাংবাদিকদের বলেন, রেজাউল হক রুবেলের বিরুদ্ধে কমিটি হওয়ার আগে থেকেই নানান অভিযোগ রয়েছে। এরমধ্যে অন্যতম মাদক ব্যবসা, ছাত্রী উত্যক্ত ও গাছ কাটা। সম্প্রতি তার নারী কেলেঙ্কারিও ফাঁস হয়েছে। গতকাল তার অনুসারী এক কর্মী অপহরণ মামলায় গ্রেফতারও হয়েছেন। তাই তাকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানাই।
অর্থসংবাদ/এ এইচ আর ১২:০৪/ ১১:২২: ২০২০