ঢাকা স্টক একচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
তথ্য মতে, সিনিয়র সচিব আকমল হোসেন আজাদ গত ২৯ আগস্ট যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন। এর আগে গত ২১ এপ্রিল নতুন চেয়ারম্যান হিসেবে আমিন উল আহসানের নাম ঘোষণা করে যমুনা অয়েল।
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সরকারি প্রতিষ্ঠানগুলোতেও পরিবর্তন আনছে অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদেও পরিবর্তন আনা হয়েছে।
গত ১৫ আগস্ট থেকে যমুনা অয়েলের এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন মুস্তফা কুদরুত-ই-ইলাহী। তিনি সাবেক এমডি গিয়াস উদ্দিন আনসারীর স্থলাভিষিক্ত হয়েছেন।
এমআই