ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির নতুন ঠিকানা- এক্সআইসি পয়েন্ট, হোল্ডি নং খ-২১৩/২, ২১৩/৫, বীর উত্তম রফিকুল ইসলাম সরণী, মধ্য বাড্ডা, ঢাকা ১২১২। এর আগে কোম্পানিটির রেজিস্টারড অফিস ছিল রাজধানী গুলশান-১ লিংক রোডের প্রগতি সরণী সংলগ্ন এম এফ টাওয়ারে।
এমআই