এবারে করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে দিবসটি উদযাপন করা হয়। জনসমাগম এড়াতে বাদ দেওয়া হয় আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচি।
রবিবার (২২ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকাল ১০:৩০ টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান। এ সময় সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।
পরে পতাকা উত্তোলন শেষে প্রশাসন ভবন চত্বরে শান্তি ও আনন্দের প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে উপাচার্য বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন। প্রশাসন ভবনের পাশ্ববর্তী জায়গায় ৪২টি ফলজ ও বনজ গাছের চারাও রোপণ করেন উপাচার্য, উপ-উপাচার্য, ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। এরপর প্রশাসন ভবনের সভাকক্ষে কেক কাটা হয়।
সকাল ১০:৪৫ টায় হল প্রভোস্টগণ হলের আবাসিক শিক্ষক ও কর্মকর্তাদের সাথে নিয়ে স্ব স্ব হলে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করেন।
দিবসটি উপলক্ষে বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ড. শোয়েব আহমেদ।
ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আমরা এমন একটি সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি যে বছরটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। করোনা পরিস্থিতির দিকে নির্দেশ করে তিনি বলেন, এই সময়টা নতুন প্রতিবন্ধকতা সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের সময় এবং তার ভেতর দিয়ে এগিয়ে যাওয়ার সময়। এই সময় কালে আমরা অত্যন্ত ছোট পরিসরে আমরা জন্মবার্ষিকীর অনুষ্ঠান করছি।
এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা অঙ্গীকার করি, আমরা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের হিসেবে গড়ে তুলবো এবং শিক্ষা পাঠ দান এবং গবেষণাসহ অন্য সকল বিষয় জড়িত শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারী সবাইকে নিয়ে হাতে হাত ধরে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনের অঙ্গীকার পূরণে একটি পরিবারের মতো কাজ করবো।
ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি ড. মিঠুন মোস্তাফিজ-এর সঞ্চালনায় ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপ-কমিটি ২০২০-এর আহ্বায়ক অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া।
অর্থসংবাদ/এ এইচ আর ১১:২৫/ ১১:২৩:২০২০