শেয়ারদর বেড়েছে ৭০ শতাংশ, কারণ জানে না ন্যাশনাল টি

শেয়ারদর বেড়েছে ৭০ শতাংশ, কারণ জানে না ন্যাশনাল টি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ছে। গত একমাস একাধারে বেড়েই চলেছে লোকসানে থাকা কোম্পানিটির শেয়ারদর। এতে কোম্পানির শেয়ারদর বেড়েছে ৭০ শতাংশের বেশি। তবে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই তালিকাভুক্ত এ কোম্পানির কাছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে নোটিস পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।


ডিএসই সূত্রে, গত ২০ আগস্ট ন্যাশনাল টি’র শেয়ারদর ছিলো ২৬২ টাকা ৬০ পয়সা। আর আজ বুধবার (১১ সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার দর ৪৪৭ টাকা ৮০ পয়সায় উন্নীত হয়। অর্থাৎ মাত্র ১৬ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১৮৫ টাকা ২০ পয়সা বা ৭০ দশমিক ৫২ শতাংশ।


অস্বাভাবিক হারে শেয়ারদর বৃদ্ধি পাওয়া ন্যাশনাল টি’র লোকসান অব্যাহত রয়েছে। সর্বশেষ হিসাববছরের সমাপ্ত তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৩ টাকা ৭০ পয়সা। এসময় কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিলো মাইনাস ১৫২ টাকা ২৯ পয়সা। আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার বা শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ ছিলো ঋণাত্মক ৭৭ টাকা ৮০ পয়সা।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন