সাধারণ বীমার নতুন চেয়ারম্যান জয়নুল বারী

সাধারণ বীমার নতুন চেয়ারম্যান জয়নুল বারী
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদ্য পদত্যাগী চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারীকে সাধারণ বীমা করপোরেশনের (এসবিসি) চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, বীমা করপোরেশন আইন ২০১৯-এর ধারা ৯(১)(ক) অনুযায়ী সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারীকে সাধারণ বীমা করপোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য তাকে এ নিয়োগ দেয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, গত ৫ সেপ্টেম্বর আইডিআরের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ জয়নুল বারী। ২০২২ সালের ১৫ জুন আইডিআরএ চেয়ারম্যান পদে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছিল সরকার। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন তিনি।

এদিকে, এক বছর আগে তিন বছরের জন্য সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন সাবেক সচিব দুলাল কৃষ্ণ সাহা। তবে গত ৯ সেপ্টেম্বর সাধারণ বীমা করপোরেশন থেকে পদত্যাগ করেন তিনি।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বীমা দাবি পরিশোধ নিয়ে একতরফা সিদ্ধান্ত, বাতিলের দাবিতে আইডিআরএ’কে বিটিএমএ’র চিঠি
চার কোটি ৩৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে গার্ডিয়ান লাইফকে লিগ্যাল নোটিশ
বিমায় আস্থা ফেরাতে দরকার প্রযুক্তির আধুনিকায়ন
ফারইস্টের সাবেক সিইওসহ তিনজনের বিরুদ্ধে তথ্যপাচার মামলা
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সঙ্গে আইডিআরএ’র সভা
বিমা কোম্পানির নিয়ন্ত্রক সংস্থা ও সিইওদের বিরুদ্ধে ভয়াবহ তথ্য গোয়েন্দা প্রতিবেদনে
উচ্চ ঝুঁকিতে দেশের ৩২ বিমা কোম্পানি: আইডিআরএ চেয়ারম্যান
১৫ বীমা কোম্পানির তথ্য চেয়ে আইডিআরএ’র চিঠি
বাজেটে বিমা খাতে কর কমানোসহ ১৫ প্রস্তাব ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের
নিবন্ধন সনদ নবায়ন আবেদন না করায় বায়রা ও গোল্ডেন লাইফকে নোটিশ