এর আগে গত ১১ সেপ্টেম্বর তিন মাসের সময় দিয়ে তাকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি করেছিল আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এরই ধারাবাহিকতায় গত ১৫ সেপ্টেম্বর বিএসইসির কমিশনারদের দায়িত্ব পুনর্বন্টন করে ড. তারিকুজ্জামানকে দপ্তরবিহীন করা হয়।
উল্লেখ্য, বিএসইসির কমিশনার হিসেবে এ বছরের ৮ মে চার বছরের জন্য ড. এ টি এম তারিকুজ্জামানকে নিয়োগ দিয়েছিল সরকার। এর আগে তিনি গত বছরের ১৭ সেপ্টেম্বর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন।
এমআই