গতকাল ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় পরিচালকদের সম্মতিক্রমে শেয়ার ইস্যুর সিদ্ধান্ত অনুমোদন করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯২০তম কমিশন সভায় কোম্পানিটিকে শেয়ার ইস্যু করার অনুমতি দেওয়া হয়।
জানা যায়, কোম্পানিটি শেয়ারমানি অর্থের বিপরীতে ইস্যুকৃত শেয়ার বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের অনুকূলে ইস্যু করবে। শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ কোম্পানিটি আঞ্চলিক সাবমেরিন টেলিকমিউনিকেশনস প্রজেক্টে ব্যয় করবে।
এমআই