আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ৷এনডিআরএফের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ১২টি দলকে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে আর ১৮টি দল অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত পুদুচেরিতে মোতায়েন করার জন্য তৈরি রয়েছে ৷
আগামী ২৪ ঘণ্টার মধ্যে যা ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং তামিলনাড়ু-পুদুচেরি উপকূলের দিকে এগিয়ে যাবে ৷ এরইমধ্যে উপকূলবর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ৷ ২৪ ও ২৫ অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
সরকারের তরফ থেকে ২৫ নভেম্বর জেলেদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে ৷ পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশেও ঘূর্ণিঝড়ের মোকাবিলায় জোরেসোরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
তবে বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের সিনিয়র আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, এতে বাংলাদেশের তেমন কোনো সমস্যা হবে না। ‘ঘূর্ণিঝড়ের রূপ নিলেও এর প্রভাব বাংলাদেশে প্রড়বে না; ভারত-শ্রীলঙ্কার দিকে যাবে। নিম্নচাপটি বাংলাদেশ থেকে অনেক দূরে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এখানে ঝড়-বৃষ্টি সেভাবে হবে বলে আমরা মনে করছি না।’
অর্থসংবাদ/এ এইচ আর ১১:৫২/ ১১:২৪:২০২০