ঋণের ৬০ শতাংশই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দেবে ব্র্যাক ব্যাংক

ঋণের ৬০ শতাংশই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দেবে ব্র্যাক ব্যাংক
বড় উদ্যোক্তাদের তুলনায় ছোট উদ্যোক্তারা ঋণ খেলাপি কম হয় । এই মুহুর্তে ব্র্যাক ব্যাংক ৫১ শতাংশ ঋণ দিচ্ছে ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের। আমাদের লক্ষ্য ৬০ শতাংশ ঋণ দেওয়ার।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড আয়োজিত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এসব কথা বলেন।

তিনি বলেন, ব্র্যাক ব্যাংক বড় উদ্যোক্তা কিংবা করপোরেট প্রতিষ্ঠানগুলোকে ঋণ কম দিচ্ছে। কারণ বড় উদ্যোক্তাদের ঋণ দিলে খেলাপি হয় বেশি। ঋণের ঝুঁকি ও দেশের এসএমই সেক্টরকে বিকশিত করতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ দিচ্ছি। কারণ তারা ঋণের টাকা পরিশোধ করেন। আইন আদালতে যান না।আমি ব্যাংকের দায়িত্ব নেওয়ার সময় এই সেক্টরে ঋণ দেওয়ার পরিমান ছিলো ৪১ শতাংশ, এখন এটা বাড়িয়ে ৫১ শতাংশে নিয়ে এসেছি। আমাদের টার্গেট ৬০ শতাংশ পর্যন্ত রাখা।

অনুষ্ঠানে আইডিলসির ব্যাবস্থাপনা পরিচালক আরিফ খানসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এ এইচ আর ০২:০৬/ ১১:২৪:২০২০

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি