ঢাকা পাওয়ার গ্রিড প্রকল্প পাচ্ছে অতিরিক্ত ১৫৫ কোটি টাকা

ঢাকা পাওয়ার গ্রিড প্রকল্প পাচ্ছে অতিরিক্ত ১৫৫ কোটি টাকা

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) আওতাধীন ‘ঢাকা-চট্টগ্রাম মেইন পাওয়ার গ্রিড স্ট্রেনথেনিং’ শীর্ষক প্রকল্পে অতিরিক্ত ১৫৫ কোটি টাকা অনুমোদন দিয়েছে পরিকল্পনা কমিশন। সংশোধিত এডিপির ৮টি অঙ্গে এই অতিরিক্ত অর্থ দেওয়া হয়েছে।


সম্প্রতি পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সিনিয়র সহকারী প্রধান মো. রবিউল হাসান বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবের কাছে এ চিঠি পাঠান।


চিঠিতে জানানো হয়, বিদ্যুৎ বিভাগের আওতায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) আওতায় বাস্তবায়ন হওয়া ‘ঢাকা-চট্টগ্রাম মেইন পাওয়ার গ্রিড স্ট্রেনথেনিং’ প্রকল্পের আরডিপিপিতে (সংশোধিত এডিপি) ৮টি অঙ্গে প্রাক্কলিত অর্থের চেয়ে অতিরিক্ত মোট ১৫৪ কোটি ৫৬ লাখ টাকা সংস্থান ও ব্যয়ের বিষয়ে পরিকল্পনা কমিশন শর্ত সাপেক্ষে অনুমোদন করেছে।


চিঠিতে জানানো হয়, পরবর্তী সময়ে যথাসম্ভব দ্রুততার সঙ্গে প্রকল্প সংশোধন কিংবা আন্তঃঅঙ্গ ব্যয় সমন্বয় করে বিষয়টি প্রতিপালন করতে হবে এবং অতিরিক্ত অর্থ ব্যয়ের ক্ষেত্রে বিদ্যমান আর্থিক বিধি-বিধানসহ ‘পিপিএ-২০০৬’ ও ‘পিপিআর-২০০৮’ যথাযথভাবে অনুসরণ করতে হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান