নোয়াখালীর বেগমগঞ্জ গ্যাসক্ষেত্রে নতুন মজুতের সন্ধান

নোয়াখালীর বেগমগঞ্জ গ্যাসক্ষেত্রে নতুন মজুতের সন্ধান
নোয়াখালীর বেগমগঞ্জ গ্যাসক্ষেত্রে নতুন গ্যাসের স্তর পাওয়া গেছে। এখানে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ১৮০ বিলিয়ন ঘনফুট (বিসিএফ)। এই মজুত থেকে আগামী ২০ বছর ধরে দিনে ১০ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে। পাইপলাইনের কাজ শেষ করে আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে এখান থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হতে পারে।

বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) জানিয়েছে, বেগমগঞ্জ গ্যাসক্ষেত্রের একটি কূপ থেকে বর্তমানে দিনে সাত মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। গত ২৯ এপ্রিল ৪ নম্বর উন্নয়ন কূপ খনন শুরু হয়। ৩ হাজার ১৩৩ মিটার গভীরতা পর্যন্ত খনন শেষে তিনটি স্তরে পর্যাপ্ত গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে।

পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, বর্তমানে প্রতি ইউনিট (ঘনমিটার) গ্যাসের গড় বিক্রয় মূল্য ২২ টাকা ৮৭ পয়সা। এ হিসাবে ১৮০ বিসিএফ গ্যাসের মূল্য প্রায় ১১ হাজার ৬৫৭ কোটি টাকা। তবে আমদানি করা এলএনজির দামের সঙ্গে তুলনা করলে আবিষ্কৃত গ্যাসের দাম অনেক বেশি। কূপ খনন প্রকল্পে আনুমানিক ১০০ কোটি টাকা খরচ হয়েছে।

পেট্রোবাংলার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিয়নের ওয়াছেকপুর গ্রামে বেগমগঞ্জ-৪ (ওয়েস্ট) মূল্যায়ন কাম উন্নয়ন কূপের খনন শেষ হয় ১৫ জুলাই। গত ১২ আগস্ট ও ১৮ সেপ্টেম্বর পরীক্ষা-নিরীক্ষা শেষে ১০ থেকে ১৯ মিলিয়ন ঘনফুট হারে গ্যাসের প্রবাহ নিশ্চিত হয়। এক স্তর থেকে গ্যাস উত্তোলন শেষে অন্য স্তর থেকে গ্যাস উত্তোলন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেগমগঞ্জ-৪ (ওয়েস্ট) কূপ থেকে প্রাপ্ত গ্যাস আঞ্চলিক সঞ্চালন লাইনে সরবরাহ করতে হলে আনুমানিক ৩ কিলোমিটার গ্যাস পাইপলাইন স্থাপন করতে হবে। এটি ডিসেম্বরে শেষ হতে পারে বলে আশা করা হচ্ছে। উত্তোলন শুরু হলে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিকে গ্যাস সরবরাহ করা হবে। এতে সংশ্লিষ্ট এলাকার গ্যাসের চাহিদা পূরণ করা সম্ভব হবে।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি