দেশের মূল্যস্ফীতির লাগাম টানতে এমন উদ্যোগ নেওয়া বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে এস আলমের মালিকানায় থাকা ৫ ব্যাংকের ঋণ গ্যারান্টার হওয়ার ঘোষণা দিয়েছে। তাতেও ভালো ব্যাংকগুলোর তেমন সাড়া পাওয়া যাচ্ছিলো না। এমন পরিস্থিতে দেশের কিছু ব্যাংকের এমডিদের সঙ্গে বসেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
জানা যায়, বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির সাক্ষেপে সংকটে থাকা ব্যাংকগুলোকে ভালো ১০টি ব্যাংক তারল্য সহায়তা দিতে রাজি হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) গভর্নর ও এমডিদের বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা।
তিনি বলেন, কিছু ব্যাংকের বোর্ড পুনর্গঠন করা হয়েছে। এসব ব্যাংকের মধ্যে ৯টি ব্যাংক আর্থিক হিসাবে ঘাটতি রয়েছে। তাদের সহায়তা করতে বাংলাদেশ ব্যাংক ৫টি ব্যাংকের গ্যারান্টি দিতে চুক্তি করেছে। তবে এখন পর্যন্ত কোনো ব্যাংক অন্য ব্যাংক হতে তহবিল পায়নি। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ১০টি ব্যাংকের একটি সভা হয়। তারা আলোচনার মাধ্যমে সম্মতি দিয়েছে যাদের প্রয়োজন তাদের সুবিধাটা দিবে।
তিনি আরও বলেন, ব্যাংকগুলো তিন মাসের জন্য আন্তঃব্যাংক হতে গ্যারান্টি সুবিধা নিতে পারবে। যদি কারো সময় লাগে তা বাড়িয়ে আরও ৯ মাস করতে পারবে। সুদের হার হবে স্পেশাল রেপো রেটে। আর ব্যাংকগুলোর চাহিদা অনুযায়ী কত টাকার গ্যারান্টি দিবে তা বিবেচনা করবে বাংলাদেশ ব্যাংক।
এমআই