সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা পরিচালক এস. এম. মাহবুবুল আলম তার স্ত্রী জাকিয়া সুলতানার কাছে ৬০ লাখ শেয়ার হস্তান্তর করেছেন। এছাড়া, কোম্পানির একজন পরিচালক এস.এম. মঞ্জুরুল আলম অভি তার পিতা এস.এম নুরুল আলম রেজভীকে (কোম্পানির একজন উদ্যোক্তা পরিচালক) ৬৮ লাখ ৫৭ হাজার ১৪২টি এবং তার মা সুলতানা পারভেন লাকীর (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) বিও হিসাবে ৫১ লাখ ৪২ হাজার ৮৫৮টি শেয়ার হস্তান্তর করেছেন।
আলোচ্য পরিমাণ শেয়ার তারা উপহার হিসেবে হস্তান্তর করেছেন।
এমআই