ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, সোমবার (৩০ সেপ্টেম্বর) ডেসকোর শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৮০ পয়সা বা ৭ দশমিক ৫৬ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারদর আগের দিনের তুলনায় ৬ দশমিক ৮২ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৬ দশমিক ৫৮ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আইসিবি এমসিএল ফাস্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড।
সোমবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- গ্লোবাল ইসলামী ব্যাংক, ডিবিএইচ ফার্স্ট ফান্ড, ইন্দো-বাংলা ফার্মা, লিন্ডে বিডি, ইসলামিক ফাইন্যান্স, অলিম্পিক এক্সেসরিজ এবং রেনউইক যজ্ঞেশর।
এমআই