বাংলাদেশ অর্থনীতি সমিতির এডহক কমিটি গঠন

বাংলাদেশ অর্থনীতি সমিতির এডহক কমিটি গঠন
নটরডেম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আজিজুর রহমানকে সভাপতি করে বাংলাদেশ অর্থনীতি সমিতির এডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ মাহবুব ই জামিল।

সোমবার ড. মো. আজিজুর রহমান ও সৈয়দ মাহবুব ই জামিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

ঘোষিত এডহক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার বৈষম্য বিরোধী বাংলাদেশ অর্থনীতি সমিতির জরুরি সভা সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় গত মে মাসে একতরফা ও বিতর্কিত নির্বাচনের মাধ্যমে গঠিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে ২৯ সদস্যবিশিষ্ট এডহক কমিটি ২০২৪ গঠন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এডহক কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন সাবেক সচিব ড. কামাল উদ্দিন আহমেদ ও মো. আব্দুল মতিন চৌধুরী, আনসার-ভিডিপি ব্যাংকের সাবেক এমডি ড. নুরুল আলম তালুকদার, সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল এস. এম. মোক্তার কবির খান এবং এলায়েন্স বিল্ডিং লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ আলী জওহার রিজভী।

এতে বলা হয়, বাংলাদেশ সমিতির নির্বাহী কমিটি এই সমিতির সুনাম ভাঙিয়ে সরকারের বিভিন্ন পদে অধিষ্টিত হয়ে ব্যাংক খাতকে ধ্বংস করেছে। বিদেশে কোটি কোটি টাকা পাচার করে দেশকে দেউলিয়া করেছে। সর্বশেষ গত ৩ আগস্ট শেখ হাসিনার সঙ্গে দেখা করে জুলাই-আগস্ট গণহত্যার সঙ্গে একাত্মতা প্রকাশ এবং গণহত্যায় মদদ দিয়ে অর্থনীতি সমিতির সদস্যদের চরম অপমাণিত করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমিতির সদস্যদের মাঝে এ নিয়ে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ছাড়া তারা সমিতির নির্বাচনের নামে প্রহসন ও কারচুপি করে ১৮ বছর ধরে একটি সিন্ডিকেট তৈরি করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। সমিতিতে অনেক আর্থিক দুর্নীতি ও অনিয়মের সুস্পষ্ট প্রমাণ রয়েছে। এ পরিপ্রেক্ষিতে সমিতির নির্বাহী কমিটি ভেঙে নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

উল্লেখ্য, গত মে মাসে অনুষ্ঠিত বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ড. কাজী খলীকুজ্জমান আহমদ সভাপতি ও অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান