ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (০২ অক্টোবর) দেশ গার্মেন্টসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৭ টাকা বা ৯ দশমিক ৯৬ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফেডারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৬ দশমিক ০৩ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আফতাব অটো।
বুধবার দরবৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সোশ্যাল ইসলামী ব্যাংক, মেঘনা সিমেন্ট, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এডিএন টেলিকম, আমান কটন, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
এমআই