সূত্র মতে, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই এস সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।ডিএসই -৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৮১ পয়েন্টে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬০২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৬৮ কোটি ২৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছে ৬৭১ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ডিএসইতে আজ ৩৪২ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪১ টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১০৯ টির এবং ৯২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯১৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৬টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর। আজ সিএসইতে ১২ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
অর্থসংবাদ/ এমএস/ ১৫: ০৯/ ১১: ২৫: ২০২০