বিষয়টি নিশ্চিত করে বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণার (উবিনিগ) পরিচালক সীমা দাস সিমু জানান, ফরহাদ মজহার বর্তমানে ওই হাসপাতালের মেডিসিন বিভাগে ডা. শফিকুর রহমানের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন।
তিনি আরও বলেন, ফরহাদ মজহার চার-পাঁচদিন ধরে জ্বরে ভুগছিলেন। আজ (শুক্রবার) সকালে বেশি অসুস্থ বোধ করায় দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
সীমা দাস সিমু আরও বলেন, চিকিৎসরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন ফরহাদ মজহার নিউমোনিয়ায় আক্রান্ত।
এমআই