৩০ জুন ২০২০ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে কোম্পানি পরিচালনা পর্ষদ।কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।
সূত্র মতে, ৩০জুন, ২০২০ তারিখে সমাপ্ত বছরের এএফসি এগ্রোর কর পরবর্তী মুনাফা হয়েছে ৩ কোটি ৬৫ লাখ ১৪ হাজার ১৪৯ টাকা। গত বছর একই সময়ে মুনাফা হয়েছিল ৩৩ কোটি ৭৩ লাখ ৯৮ হাজার ৪৭ টাকা। অর্থাৎ গত বছরের চেয়ে ৩০ কোটি টাকার বেশি মুনাফা কমেছে কোম্পানির।
বিদায়ী (২০১৯-২০) বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ পয়সা। এর আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৯৩ পয়সা।
আলোচ্য বছরে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ৮৫ পয়সা। এর আগের বছর ছিলো ১৯ টাকা ২৯ পয়সা।
এর ফলে কোম্পানির নেট অপারেটিং ক্যাশ ফ্লোস পার শেয়ার (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ২৮ পয়সা। যা গত বছর ছিলো ৪টাকা ১০ পয়সা।
আগামী ৩১ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ডিসেম্বর।
অর্থসংবাদ/ এমএস/ ১৯: ২৬ / ১১: ২৫: ২০২০