সেন্টমার্টিন দ্বীপে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক

সেন্টমার্টিন দ্বীপে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক
সেন্টমার্টিন দ্বীপে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (০৭ অক্টোবর) বিকেলে সচিবালয়ে পরিবেশবাদী সংগঠনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, সেন্টমার্টিন দ্বীপে কোনো হাসপাতাল নেই। বর্তমান ও আগামী প্রজন্মের জন্য সেন্টমার্টিন দ্বীপ বাঁচানো প্রয়োজন। পর্যটকদের ভিড় আর প্লাস্টিক, পলিথিনের কারণে হুমকির মুখে সেখানকার জীববৈচিত্র্য।

তিনি বলেন, গত বছর ২ লাখ ২০ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করেছে। ২০১৮ সালেই সেন্টমার্টিন দ্বীপে প্রতিদিন ১ হাজার ২৫০ থেকে ১৮শ’ পর্যটক যেতে পারবে এমন সুপারিশ করা হয়েছিল। সেই সঙ্গে ২০২৩ সালের শুরুতে রাতে সেন্টমার্টিন দ্বীপে অবস্থান না করার সুপারিশ করা হয়। এসব নিয়ম বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

পরিবশে উপদেষ্টা আরও বলেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করে এসব সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা যায় কি না, সে বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত আসবে।

এ সময় পরিবেশ উপদেষ্টা বলেন, পরিবেশ রক্ষায় নতুন করে আর কোনো ইটভাটার অনুমোদন দেওয়া হবে না।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা