এর আগে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলাগুলোর সুষ্ঠু তদন্তের জন্য তার রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা তার জামিন আবেদন নামঞ্জুর ভিন্ন ভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।
গত ৪ সেপ্টেম্বর উত্তরা থেকে চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত তিনি আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন।
এমআই