একশো-দুশো টাকায় মিলবে ইলিশ!

একশো-দুশো টাকায় মিলবে ইলিশ!
প্রাচুর্যের কারনে একসময় দেশের সবচেয়ে সস্তা ইলিশ এখন সাধারণের নাগালের বাইরে। হয়ে উঠেছে দুষ্প্রাপ্য। দাম এতোটাই বেশি যে সাধারণ মানুষ এর স্বাদও নিতে পারছেন না। আর এ কারণেই রাজশাহীর ব্যবসায়ীরা এই কাটা ইলিশ মাছ বিক্রির উদ্যোগ নিয়েছেন। মাত্র একশ বা দুশো টাকায় প্রয়োজনমত ইলিশ কেনা যাবে রাজশাহীর সাহেববাজারে। এজন্য ইলিশ কেটে টুকরো আকারে বিক্রি শুরু করেছেন ব্যবসায়ীরা। এতে এক বা দুই টুকরো ইলিশ কিনেও স্বাদ নিতে পারবেন সাধারণ মানুষ।

রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ সভাপতি ফরিদ মামুদ হাসান বলেন, গরীব মানুষদের জন্য এই পদক্ষেপ গ্রহন করেছি। যারা এক কেজি ইলিশ মাছ ১৮শ থেকে ২ হাজার টাকায় কিনতে পারে না, তারা এখন দুই পিস বা একশ গ্রাম হলেও কিনতে পারবেন। সবাই ইলিশ খাবে, গরীবরা খাবে না, তা তো হয় না। সে কারণে আমরা ব্যবসায়ী ঐক্য পরিষদ এই উদ্যেগ নিয়েছি। রাজশাহীর সব মার্কেটে এটা চালু থাকবে। সারাদেশে এখন আমাদের দেখা দেখি এটা চালু হবে।

রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী বলেন, নিম্ন আয়ের মানুষ অনেকদিন ধরে অভিযোগ করছিলেন। তাই আমরা মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে চালু করেছি। এই কাটা ইলিশ মাছ সব সময় যেন বিক্রি হয় সেটা আমরা মনিটরিং করবো।

কাটা ইলিশ পেয়ে ক্রেতারা খুশি। বিক্রেতারাও খুশি। তারা বলছেন, সবাই গোটা ইলিশ কিনতে পারেন না। তাদের জন্য সুবিধা হলো।

বিক্রেতা গোলাপ হোসেন বলেন, আমরা কেটে বিক্রি করছি। কেউ চাইলে এক পিসও নিতে পারবেন। এটা ২০ বছর আগে হতো এখন আবার হচ্ছে। গোটা ইলিশ যদি ১৮শ টাকা কেজি হয়, তবে কাটা ইলিশের দাম হবে দুই হাজার টাকা। কারণ নাড়িভুড়ি, আঁশ বাদ যাবে। তাই কাটা ইলিশের দাম একটু বেশি হবে।

ক্রেতা নাজমা বেগম বলেন, এতে অনেক সুবিধা হলো। এক পিস হলেও কিনে খেতে পারবেন।

ফজলুর রহমান নামের এক ক্রেতা বলেন, আমি এক পোয়া কিনেছি ৫০০ টাকায়। এটা খুবই ভালো হলো। সবাই স্বাদ নিতে পারবেন।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি